বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী

নরসিংদীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে পলাশ উপজেলা। রোববার (২৪ জানুয়ারি) বিকেলে জেলা মুসলেহ উদ্দীন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে নরসিংদী সদর উপজেলাকে পরাজিত করে।

বিজয়ী দলের পক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন নাইজেরীয় স্ট্রাইকার ডায়মন্ড। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ এর সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে যথাক্রমে এক লাখ ও ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়।

একটা সময় ফুটবল খেলা হলেই মাঠভর্তি দর্শক হতো। বর্তমানে এমনটা চোখে পড়ে না। ফুটবলের হারিয়ে যাওয়া ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের এই আয়োজনকে আমি স্বাগত জানাই।

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্পমন্ত্রী

প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করার বিষয়ে প্রশ্ন করা হলে শিল্পমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করা হবে। ইতিমধ্যে ডিজাইন ও কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে নরসিংদীর প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করা হবে।

জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, বর্তমান সময়ের ছেলেমেয়েরা মাঠে এসে খেলতে চায় না। নতুন প্রজন্মকে উদ্ধুদ্ধ করতেই জেলা প্রশাসনের এই আয়োজন। যদিও করোনার জন্য এই আয়োজনে একটু দেরি হয়েছে। তবু ফাইনাল খেলা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

এনএ