ভোলার লালমোহন উপজেলায় ঢাকার বেসরকারি কোম্পানির কর্তৃক আসা অসহায় দুস্থ-গরিব মানুষের নামে অনুদানের অর্ধশত কোটি (৫১ কোটি ৭৫ লাখ) টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে ঐশী এন্টারপ্রাইজের মালিক হোসেন মিজানের বিরুদ্ধে।

রোববার (২৪ অক্টোবর) দুপুরে ভোলা প্রেসক্লাবের হলরুমে অনুদানবঞ্চিত অসহায় নারী-পুরুষরা সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, ঢাকার শিল্পপতি একে ট্রেডার্সের মালিক এম এম কাদের তার প্রতিষ্ঠানের কর্মচারী হোসেন মিজানের মাধ্যমে নিজ গ্রামের অসহায় দরিদ্র প্রায় সহস্রাধিক পরিবারের জন্য বিভিন্নি সময়ে ৫১ কোটি টাকা অনুদান পাঠিয়েছেন। কিন্তু ওই প্রতিষ্ঠানের কর্মচারী মো. হোসেন মিজান ওই টাকা দরিদ্রদের না দিয়ে আত্মসাৎ করেন এবং ঐশী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে তোলেন।

বিপুল অঙ্কের ওই টাকার বিষয়টি জানাজানি হলে অসহায় লোকজন হোসেন মিজানের কাছে অনুদানের টাকা দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে হোসেন মিজান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে দরিদ্র লোকজনকে মারধর এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মলনে উপস্থিত হামলার শিকার গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, হোসেন মিজান সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে একাধিকবার মারধর করেছেন। হামলার ঘটনায় আদালতে মামলা করায় হোসেন মিজান এখন গিয়াস উদ্দিনকে হত্যার হুমকি দিচ্ছে। হোসেন মিজানের অর্থ আত্মসাতের বিষয়ে সঠিক তদন্ত করে বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত হোসেন মিজানের ঠিকাদারি প্রতিষ্ঠান ঐশী এন্টারপ্রাইজের ম্যানেজার পাবেল হাওলাদার জানান, হোসেন মিজান এখন ওমরা হজে গিয়েছেন। গিয়াস উদ্দিনসহ কিছু লোকজন হোসেন মিজানের বিরুদ্ধে ৫১ কোটি ৭৫ লাখ টাকা দাবি করে মামলা দিয়েছে। এই মামলা এখন ডিবি পুলিশের কাছে তদন্তাধীন রয়েছে।

ইমতিয়াজুর রহমান/এনএ