ভোরে নামাজ পড়তে বের হয়ে ফিরলেন লাশ হয়ে
পাবনার ঈশ্বরদীতে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৫ অক্টোবর) ভোর ৫টার দিকে পাকশী-পাবনা সড়কের চররূপপুর জিগাতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম লুৎফর রহমান মুক্তার (৬৮)। তিনি উপজেলার সাহাপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত সৈয়দ আলী সরদারের ছেলে। তিনি রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, মুক্তার নিজ বাড়ি থেকে ফজরের নামাজ পড়ার জন্য চররূপপুর জিগাতলা জামে মসজিদে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্ধকার থাকায় কী ধাক্কা দিয়েছে সেটা কেউ বলতে পারেনি। তবে তিনি রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
বিজ্ঞাপন
রাকিব হাসনাত/এসপি