মোহাম্মদ সাইফুল ইসলাম

ভোলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। রোববার (২৪ অক্টোবর) দুপুরে ভোলা পুলিশ লাইন্সে ফুল দিয়ে নবাগত পুলিশ সুপারকে বরণ করে নেওয়া হয়।

নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত সব পুলিশ সদস্যের সঙ্গে পরিচিত হন। এ সময় তিনি পুলিশের বিভিন্ন কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আব্বাস উদ্দিনসহ জেলা পুলিশের সব পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

ইমতিয়াজুর রহমান/এসপি