ঢাকার সাভারে শ্বাসরোধে বাদল (৪০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার আশুলিয়ার এনায়েতপুর এলাকার আবু বকরের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সোমবার সকাল ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী।

বাদল ঢাকার ধামরাইয়ের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

বাড়ির মালিক আবু বকর সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, আমি ইপিজেডে চাকরি করি। কাজ শেষ করে রাত ৮টার দিকে বাসায় এসে খেয়ে টিভি দেখছিলাম। রাত ১০টার দিকে চিৎকার শুনে ছুটে যাই। গিয়ে দেখি বিছানায় বাদলের মরদেহ পড়ে আছে।

তিনি আরও বলেন, যে কক্ষে বাদলের মরদেহ পাওয়া গেছে ওই কক্ষের ভাড়াটিয়া মোর্শেদ। তার কাছ থেকে চাবি নিয়ে বাদল ও আরেকজন ওই কক্ষে প্রবেশ করে। বাদল প্রায়ই মোর্শেদের কক্ষের চাবি নিয়ে সেখানে থাকত। গতকাল অপরিচিত এক ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করে বাদল। রাত ১০টার দিকে বাদলকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে এর আগেই ওই ব্যক্তি পালিয়ে যায়। বাদল তৃতীয় লিঙ্গের লোকজনের সঙ্গে চলাচল করতেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। একইসঙ্গে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মাহিদুল মাহিদ/এসপি