উপজাতী তরুণীকে ইভটিজিং করাকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে নৃগোষ্ঠীর সদস্যদের হামলা ও বৌদ্ধবিহারে অগ্নিসংযোগের ঘটনায় ১৩ জনের নামে মামলা দায়ের করেছেন যতিন চাকমা নামে এক ব্যক্তি।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি জানান, ১৩ জনের নাম উল্লেখ্য করে যতিন চাকমা বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন আসামিরা। পুলিশ তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

এরআগে রোববার বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাখালী চাকমাপল্লিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীকে ইভটিজিং করা নিয়ে বিচারে বসে বিতর্কিত ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তোফায়েল সম্রাট ও তার ভাই কায়সার।

এ সময় নৃগোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের ওপর হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাদের মারধর ও অরণ্য বৌদ্ধবিহারে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় ১৫ জন আহত হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম বলেন, এলাকাটি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে টহল জোরদারের পাশাপাশি ঘটনার হোতাদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

মুহিব/এমএসআর