বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পেছনে বড় একটি কারণ অধিক পরিমাণে কার্বন নিঃসরণ। এর বিরূপ প্রভাব পড়ছে সুন্দরবনের ওপর। অতিদ্রুত সুন্দরবন রক্ষা ও শূন্য কার্বনভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিত করা দরকার। এই দাবিতে বাগেরহাটে পথসভা ও নাটিকা প্রদর্শন করেছেন অর্ধশতাধিক তরুণ স্বেচ্ছাসেবক।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে উন্নয়ন সংস্থা বাঁধন ও প্রাণ বাংলাদেশের যৌথ উদ্যোগে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সভা ও নাটিকা প্রদর্শন করেন বাঁধনের বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা।

‘ফিরিয়ে দেও পৃথিবী’ শিরোনামে নাটিকার মাধ্যমে স্বেচ্ছাসেবকরা অতিমাত্রায় কার্বন নিঃসরণের ফলে সুন্দরবন তথা স্বাভাবিক জীবনযাত্রার ওপরে যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা ফুটিয়ে তোলেন। পাশাপাশি তারা মাটি, বায়ু ও পানি দূষণমুক্ত রাখার পাশাপাশি শূন্য কার্বনভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বের অন্যতম প্রধান সংকট হচ্ছে জলবায়ু পরিবর্তন সংকট। এই সমস্যা একদিনে সৃষ্টি হয়নি। ক্রমশ তা বাড়তে বাড়তে বর্তমানে ভয়ংকর রূপ নিয়েছে। এতে রোগ-ব্যাধি, ঝড়-বৃষ্টি, খরা, উঞ্চতা বেড়ে জানমালের অপূরণীয় ক্ষতি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে সুন্দরবন। সুন্দরবন রক্ষার্থে শূন্য কার্বনভিত্তিক টেকসই উন্নয়ন প্রয়োজন বলে দাবি করেন বক্তারা।

এ সময় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ এস এম মঞ্জুরুল হাসান, প্রকল্প সহায়ক ফারজানা ববি, সাংবাদিক আরিফুল ইসলাম, মামুন আহম্মেদ, স্বেচ্ছাসেবক চৈতি রায়, নাজমা সুলতানা প্রমুখ।

তানজীম আহমেদ/এনএ