আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজলার তৃণমূলের কয়েকজন নেতাকর্মী দলীয় প্রতীকে নির্বাচন চান না। সংঘাত এড়াতে তারা দল এবং দলের বাইরের সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিতে উন্মুক্ত নির্বাচন চান।

বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব অভিমত দেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। 

সোমবার (২৫ অক্টোবর) উপজেলা সদরের স্টেশন রোডের বিলাসী শপিং কমপ্লেক্স সেন্টারের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে এ বর্ধিত সভা।

এতে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম.এম. মুশাররফ হোসেন।
সভায় উপজেলা আ. লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যরা ছাড়াও উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলন। সভায় তৃণমূলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী তাদের বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।

এসব বক্তব্যে তারা দলের ভেতর আন্তঃসম্পর্ক ঠিক রাখার জন্য এবং বিভেদ ও সংঘাত এড়াতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক উঠিয়ে দেওয়ার জন্য উপজেলার নেতাদের কাছে দাবি জানান।

এ ব্যাপারে বোয়ালমারী উপজলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল বলেন, আজকের সভায় প্রত্যেক ইউনিয়ন আ.লীগের সভাপতি, সাধারণ সম্পাদককে আগামী ৩০ অক্টাবরের মধ্যে যার যার ইউনিয়নের প্রার্থী তালিকার খসড়া চূড়ান্ত করতে বলা হয়েছে।

আর দলীয় প্রতীক উঠিয়ে উন্মুক্ত নির্বাচনের যে কথাটি এসেছে তা নিয়ে বর্তমান সাংসদ মনজুরুল ইসলাম ও সাবেক সাংসদ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের সঙ্গে আলাপ করা হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালর ২৩ এপ্রিল বোয়ালমারী উপজলার সকল ইউনিয়নের  নির্বাচন অনুষ্ঠিত হয়। এ পর্যন্ত তৃতীয় ধাপে এ উপজলার নির্বাচনী তফসিল ঘোষণা হয়নি। 

জহির হোসেন/এমএএস