পাবনায় মাদক মামলায় মিন্টু শেখ (৩৩) নামে এক যুবকের আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের জেল দেওয়া হয়।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মিন্টু শহরতলীর ছাতিয়ানী মহল্লার তাহাসিন শেখের ছেলে। 

এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৯ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে জেলার ঈশ্বরদী উপজেলার সৌদি আল রিয়াদ রাইস মিলের সামনে ইয়াবা বিক্রির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিচ ইয়াবা জব্দ করা হয়। যার বাজার মূল্য ৪০ হাজার টাকা। ইয়াবা ওজন করার মেশিনও তার কাছে পাওয়া যায়।

এ ঘটনায় ৩০ এপ্রিল তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯ (১) টেবিলের ৯ (খ) জিআর ২২১/১৬  মামলা করেন। শুনানির পর আদালত মাদক ব্যবসার সাথে জড়িত থাকা প্রামাণিত হওয়ায় ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী তৌফিক ইমাম বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করব। সেখান থেকে নিরপরাধ প্রমাণিত হয়ে খালাস পাবেন বলে আশা করি।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক বলেন, এই মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে প্রমাণিত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে তাকে ৮ বছরের সাজা দিয়েছেন আদালত। সাজা কমে আসার কোনো সুযোগ থাকবে না।

রাকিব হাসনাত/আরআই