বঙ্গবন্ধু‌ সেতুর টোল আদ‌ায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২০ কি‌লো‌মিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে

ঘন কুয়াশা আর ক‌য়েক দফা বঙ্গবন্ধু‌ সেতুর টোল আদ‌ায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে থে‌মে থে‌মে চল‌ছে প‌রিবহন। এ‌তে মা‌ঝে ম‌ধ্যে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌চ্ছে।

রোববার (২৪ জানুয়ারি) মধ্যরাত থেকে সোমবার (২৫ জানুয়ারি) সকাল পর্যন্ত একাধিকবার টোল আদায় বন্ধ রাখায় বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থে‌কে টাঙ্গাই‌লের রাবনা বাইপাস পর্যন্ত ২০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানজটের সৃ‌ষ্টি হয়েছে।

প‌রিবহন চালকরা জানান, প্রায় প্রতি‌দিনই বঙ্গবন্ধু সেতু পার হ‌তে যানজ‌টের কব‌লে পড়‌তে হ‌চ্ছে। কুয়াশার কার‌ণে সেতু‌তে টোল আদায় বন্ধ রাখা হয়। এ‌তে ভোগা‌ন্তি‌তে পড়‌তে হয়। কুয়াশা কাটা‌তে সেতুর ওপর ফগলাইটের ব‌্যবস্থা থাক‌লে প‌রিবহন চলাচল বন্ধ হতো না।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন বলেন, ‘ঘন কুয়াশার কারণে সেতু এলাকায় দুর্ঘটনারোধে রাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় (চারবার) টোল আদায় বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।’

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান বলেন, রোববার রাত ১০টার পর থেকেই কুয়াশা বেড়ে যায়। রাত সাড়ে ১১টার পর এর তীব্রতা আরও বাড়তে থাকে। পরে সেতু কর্তৃপক্ষ যান চলাচল বন্ধ করে দেয়। রাতে টোল আদায় শুরু হলেও মহাসড়কটিতে গাড়ির দীর্ঘ সারির সৃ‌ষ্টি হয়।  

এসপি