টাঙ্গাই‌লে অজ্ঞাত প‌রিবহ‌নের চাপায় মোটরসাই‌কেল আ‌রোহী ছোট ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হ‌য়ে‌ছেন বড় ভাই। বুধবার (২৭ অ‌ক্টোবর) সকাল সা‌ড়ে ৯টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের টাঙ্গাইল সদর উপ‌জেলার তারু‌টিয়ার বি‌সিক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। 

নিহত খা‌লেদ হাসান (২৫) জেলার মির্জাপুর উপ‌জেলার বহু‌রিয়া গ্রা‌মের শাহজাহা‌নের ছে‌লে। আহত হয়েছেন তার বড় ভাই বিপ্লব খান। 

টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌ল ফাঁড়ির ইনচার্জ মো. নবীন ব‌লেন, মহাসড়‌কে মোটরসাই‌কেল দুর্ঘটনায় একজ‌নের মর‌দেহ হাসপাতা‌লের ম‌র্গে রাখা হ‌য়ে‌ছে। এ ঘটনায় নিহ‌তের বড় ভাই আহত হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শেষে নিহ‌তের মর‌দেহ তার স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

অভিজিৎ ঘোষ/এসপি