চাঁদপুরের ফরিদগঞ্জে মনোয়ারা বেগম (৬৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার মানসিক প্রতিবন্ধী ছেলে মমিন দেওয়ানকে (৪২) আটক করেছে পুলিশ। বুধবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার পৌরসভার ৫ নং ওয়ার্ডের পশ্চিম বড়ালী দেওয়ান বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা দেওয়ান বাড়ি গ্রামের মৃত আবদুল হাশেমের স্ত্রী।

মমিন একজন মানসিক রোগী। এর আগে একটি হত্যা মামলায় তিনি জেলেহাজতে ছিলেন। তিন মাস আগে তিনি জামিন পান। তারপর থেকে তার মা ও ভাগনিকে মারধর করাসহ মেরে ফেলার হুমকি দিতে থাকেন।

ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে মমিন হঠাৎ উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে কুপিয়ে তার মাকে হত্যা করেন এবং বাড়ি থেকে পালিয়ে যান। পরে তাকে আটক করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। পোস্ট করার কিছুক্ষণ পরই পৌর এলাকার ভাটেরগাঁও গ্রামে তাকে দেখতে পেয়ে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন ঢাকা পোস্টকে জানান, মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শরীফুল ইসলাম/এনএ