চৌমুহনীর ঘটনায় যুবদল সভাপতিসহ গ্রেফতার ৩
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর পূজামণ্ডপে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা যুবদল সভাপতি মো. মঞ্জুরুল আজিম সুমনসহ (৫৯) আরও ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে রাঙ্গামাটি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. মঞ্জুরুল আজিম সুমন নোয়াখালী জেলা যুবদল সভাপতি ও বেগমগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের মৃত হাজী আবদুল হকের ছেলে।
বিজ্ঞাপন
গ্রেফতার অন্য দুইজন হলেন বেগমগঞ্জ উপজেলার ১৪নং হাজীপুর ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে রাজু রহমান (২৫) ও একই ইউনিয়নের মৃত সোলেমান মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম সুজন (২৯)।
বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।
বিজ্ঞাপন
তিনি বলেন, জেলা যুবদল সভাপতি মো. মঞ্জুরুল আজিম সুমনকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সাল ইনাম কমলের (৩৯) দেওয়া তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ ৪টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ ছাড়াও বেগমগঞ্জ মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, মন্দির ভাঙচুর ও সহিংসতার ঘটনায় দায়ের করা ২৯ মামলায় ২০৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৯১ জন এজাহারভুক্ত এবং ১১৬ জন সন্দেহভাজন আসামি। তাদের মধ্যে পাঁচজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। আমরা রিমান্ড প্রার্থনা করে আসামিদের থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের চেষ্টা করব। মন্দির ও পূজামণ্ডপে হামলার ঘটনায় অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
হাসিব আল আমিন/আরআই