টেকনাফে ‘সালমান শাহ’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড গ্রেফতার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ডাকাত ‘সালমান শাহ’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ফয়েজুল ইসলামকে (২১) গ্রেফতার করেছে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম। তিনি জানান, রোহিঙ্গা ডাকাত সালমান শাহ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ফয়েজুল ইসলাম অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
বিজ্ঞাপন
তাছাড়া ফয়েজুল ইসলাম ২০১৯ সালের টেকনাফ থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
মুহিব/এমএসআর
বিজ্ঞাপন