ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আব্দুল্লাহ আল মামুনকে অর্থপাচার মামলার আসামি উল্লেখ করে তার মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে নবীনগর প্রেসক্লাবের সামনে নবীনগর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন। 

নবীনগর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, নবীনগর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর গনী চান মকসুদ, পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক চৌধুরী প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, মামুন অর্থপাচার মামলার আসামি। এছাড়া তার পরিবার জামায়াত-বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অর্থের বিনিময়ে ত্যাগী নেতাদের বাদ দিয়ে মামুনকে মনোনয়ন দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে আমাদের আবেদন, মামুনকে বাদ দিয়ে দলের ত্যাগী নেতাদের মধ্যে কাউকে মনোনয়ন দেওয়া হোক। অন্যথায় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা ও বনোয়াট। তাদের কাছে কোনো প্রমাণ নেই।

আজিজুল সঞ্চয়/আরএআর