বাউফলে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১
পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ১১ জন আহত হয়েছেন। শনিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার নওমালা কলেজ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সজীবকে (১৯) উন্নত চিকিৎস্যার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, শনিবার রাতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. কামাল হোসেন বিশ্বাস ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদারের ঘোড়া প্রতীকের সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সজিব বলেন, সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতেই নৌকার সমর্থক শাহাবুদ্দিন আকন (৪৬) গুলি ছোড়েন। এতেআমি গুলিবিদ্ধ হই।
বিজ্ঞাপন
অভিযোগ অস্বীকার করে শাহাবুদ্দিন আকন বলেন, আমি এ সম্পর্কে কিছুই জানি না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মো. তাসিফুল ইসলাম বলেন, অস্ত্রোপচারের আগে বলা যাবে না ওটা কী? তবে তার ঘাড়ের বা দিক দিয়ে ফরেন জাতীয় কিছু একটা ঢুকেছে, সেটা নিশ্চিত।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, গুলি ছোড়ার বিষয়টি সত্য না। তবে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়েছে। যা পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এসপি