দৈনিক ইত্তেফাক-এর সাবেক রাজবাড়ী প্রতিনিধি, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল কুমার মজুমদার গণেশ মারা গেছেন।

রোববার (৩১ অক্টোবর) সকাল ৮টা ১০ মিনিটে রাজবাড়ী পৌর এলাকার নিজ বাসভবনে গুরুতর অসুস্থ অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে স্ট্রোক করে তিনি অসুস্থ ছিলেন। এর কিছুদিন পর দৈনিক ইত্তেফাক কর্তৃপক্ষ তাকে অব্যাহতি দেয়। অসুস্থ অবস্থায় তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। ২০২০ সালে করোনার শুরুতে তিনি দ্বিতীয় দফা স্ট্রোক করে গুরুতর অসুস্থ হন। এর আগে তার প্রোস্টেট গ্লান্ডে ক্যানসার ধার পড়ে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

রোববার বিকাল ৩টায় রাজবাড়ী পৌর মহাশশ্মানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

তার মৃত্যুতে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার আবদুল মতিন শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, তিনি ১৯৭২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ৪১ বছর ধরে দৈনিক ইত্তেফাক পত্রিকায় রাজবাড়ী জেলার দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে অসুস্থ হওয়ার পর তিনি চাকরি হারালে সাংবাদিকতা পেশা থেকে অবসরে যান। এছাড়া তিনি রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।

মীর সামসুজ্জামান/এনএ