শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
রাজবাড়ীতে ১১ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামি উজ্জল গাজীকে (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমীন নিগার এ রায় দেন।
বিজ্ঞাপন
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১০ মার্চ দুপুরে ১১ বছরের শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে তারই আপন খালু উজ্জ্বল গাজী। এ সময় উজ্জল গাজীর স্ত্রী নাসরিন বেগম বিষয়টি দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে উজ্জল গাজীকে আটক করে। পরে স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেয়।
পরদিন ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উমা সেন ঢাকা পোস্টকে জানান, শিশু ধর্ষণ একটি জঘন্য অপরাধ। বাদীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে আদালত দীর্ঘ শুনানি শেষে সমস্ত সাক্ষ্যপ্রমাণ নিয়ে ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। এ রায়ে আমরা খুশি।
মীর সামসুজ্জামান/আরআই