সদ্য চালু হওয়া পটুয়াখালীর পায়রা সেতুতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাইয়ান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার (১ নভেম্বর) রাত শোয়া ১০টারদিকে পটুয়াখালী পৌরসভার প্রেসম্যান এনামুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তিন জন আহত হয়েছে।

সোমবার সন্ধ্যায় পায়রা সেতুর দক্ষিণ পাশের ঢালে এ ঘটনা ঘটে। নিহত রাইয়ান পটুয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর লুৎফুর রহমান শাহরিয়ার ছেলে।

পটুয়াখালী পৌরসভার প্রেসম্যান এনামুল রহমান বলেন, পায়রা সেতুতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত রাইয়ানকে (১৬) প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, শেবাচিম চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেন। পরে সড়ক পথে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুন্নাহার বলেন, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আহত অবস্থায় রাইয়ান (১৬) ও মোরশেদ (১৬) নামে দুই জনকে নিয়ে আসা হয়। এদের মধ্যে রাইয়া‌নের মাথার ভেতরে গুরুতর জখম ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ব‌রিশালে রেফার করা হ‌য়। মোরশেদের অবস্থা ভালো হওয়ায় সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। 

এদিকে আহত অপর দুই জন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, পায়রা সেতুর চার লেনের মধ্যে বিভাজন থাক‌লেও এক‌টি মোটরসাই‌কেল রং সাইড দি‌য়ে অতিক্রমকালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এসএসএইচ