একদিনেই মামলার চার্জশিট দিল পুলিশ
আসামি মাসুক মিয়া
মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশ এক স্কুলছাত্রীকে (১৫) যৌন নিপীড়ন মামলার অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম আনোয়ার ছাদাতের আদালতে অভিযোগপত্রটি জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মাত্র একদিনের মাথায় মামলার তদন্ত কাজ শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেয়ার ঘটনা জেলায় এটিই প্রথম।
মামলার এজাহার ও অভিযোগ সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের মাসুক মিয়া (২১) নামে এক যুবক স্কুলে যাওয়া-আসার পথে দশম শ্রেণির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। সম্প্রতি ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন মাসুক। বিষয়টি স্কুলছাত্রী তার পরিবারকে জানায়। পরে স্কুলছাত্রীর বাবা মাসুককে শোধরানোর জন্য বলেন এবং স্থানীয়দের বিষয়টি জানান। এ ঘটনায় ক্ষিপ্ত হন মাসুক।
বিজ্ঞাপন
গত বুধবার (৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর ওই স্কুলছাত্রী চান্দুরা-আখাউড়া সড়কের ফুলতলী মোড়ে দাঁড়িয়ে এক সহপাঠীর সঙ্গে পড়াশোনার বিষয়ে কথা বলছিল। এ সময় সেখানে উপস্থিত হয়ে মাসুক ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন এবং তাকে কয়েকটি চড়-থাপ্পড় মারেন। ওই ছাত্রী ও তার সহপাঠীর চিৎকারে স্থানীয়রা এসে মাসুককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় ওইদিন দুপুরেই স্কুলছাত্রীর বাবা মাসুকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিজয়নগর থানায় মামলা করেন। মামলাটি নথিভুক্ত হওয়ার পরপরই তদন্ত কাজ শুরু করেন বিজয়নগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। দ্রুত সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করে শুক্রবার (১১ ডিসেম্বর) মামলার অভিযোগপত্র আদালতে জমা দেন তিনি।
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, পুলিশ মামলার জট নিরসনে কাজ শুরু করেছে। হাতে মামলা কম থাকলে অপরাধ কমাতে এবং প্রতিরোধ করতে পুলিশ মনোযোগী হতে পারবে।
আরএআর