পরিচয়পত্র নেই, পরে নিজেই বানিয়ে নিলেন প্রিসাইডিং কর্মকর্তা
রিটার্নিং কর্মকর্তার সিল-স্বাক্ষর ছাড়া নিজেই পরিচয়পত্র বানাচ্ছেন প্রিসাইডিং কর্মকর্তা মো. মিজানুর রহমান শেখ
নিজেকে প্রিসাইডিং কর্মকর্তা পরিচয় দিলেও তার কাছে রিটার্নিং কর্মকর্তা প্রদত্ত কোনো পরিচয়পত্র ছিল না। এ সময় তার নাম জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হন। পরে বলেন, ‘এখান থেকে বের হয়ে যান আপনারা।’ আপনার পরিচয়পত্র আছে কি না, জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে দ্রুত একটি কক্ষে যান। কক্ষের একটি আলমারি থেকে সাদা পরিচয়পত্র বের করেন। নিজ হাতে ফাঁকা পরিচয়পত্রে নাম ঠিকানা লেখেন। কিন্তু তাতে রিটার্নিং কর্মকর্তার সিল-স্বাক্ষর ছিল না।
সিল-স্বাক্ষর ছাড়া সাদা পরিচয়পত্র কেন আপনার কাছে? জানতে চাইলে তিনি সাংবাদিকদের কোনো সদুত্তর দিতে পারেননি। একপর্যায়ে তিনি সাংবাদিকদের কাছে ভুল স্বীকার করেন।
বিজ্ঞাপন
পরে মো. মিজানুর রহমান শেখ বলেন, আসলে সকালে এসে ব্যস্ত হয়ে পড়ায় সবাইকে পরিচয়পত্র দিতে পারিনি।
এমন অভিযোগ বাগেরহাটের রামপালে রাজনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা দিয়ে ৬ নং ওয়ার্ড কালেখারবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা মো. মিজানুর রহমান শেখের বিরুদ্ধে।
বিজ্ঞাপন
অন্যদিকে এই কেন্দ্রের ভোটকক্ষে থাকা পোলিং অফিসার ও এজেন্টদের অধিকাংশের পরিচয়পত্র ছিল না। এ ছাড়া এজেন্টদের বিরুদ্ধে ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন অনেকে।
এর মধ্যে ভোট দিতে আসা হুমায়ুন কবীর নামের এক ব্যক্তি জানান, লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। এখনো ভোট দিতে পারিনি। তবে শুনেছি কেন্দ্রে ঢুকলে প্রকাশ্যে ভোট দিতে বলতেছে। এমন হলে আর ভোটের দরকার কী?
আলাউদ্দিন নামের অপর এক ভোটার বলেন, আমার ছেলে বাসায় গিয়ে বলেছে, কেন্দ্রে ঢুকলে জোর করে সামনাসামনি ভোট দিতে বলে। তাই রাগ করে ভোট না দিয়ে সে চলে গেছে। আমরাও নৌকার লোক। তা প্রকাশ্যে ভোট দিতে হবে ক্যান?
রামপাল উপজেলা নির্বাচন কর্মকতা মো. জাকারিয়া বলেন, বিষয়টি জেনে আমি ঘটনাস্থলে এসেছি। পরিচয়পত্র না থাকার বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি। তবে মো. মিজানুর রহমান ওই কেন্দ্রের বৈধ কর্মকর্তা।
মঙ্গলবার (২ নভেম্বর) বাগেরহাটে স্থগিত হওয়া দুটি ইউনিয়ন রামপালের রাজনগর ও মোরেলগঞ্জের খাওলিয়া ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শুরু হয়। রাজনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের সুলতানা পারভীন, স্বতন্ত্র মিজানুর রহমান শেখ, শেখ আমিনুর রহমান এবং এস এম বদরুল হুদা হিরু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে ৯ হাজার ৯৪৩ জন ভোটার রয়েছেন।
এদিকে খাওলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মাস্টার সাইদুর রহমান, লাঙ্গল প্রতীকের আবুল হোসেন হাওলাদার এবং স্বতন্ত্র অধ্যক্ষ আব্দুল হাই খান নির্বাচন করছেন। সংরক্ষিত নারী ওয়ার্ডে ১০ এবং পুরুষ সদস্য পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে ২১ হাজার ৫১৩ জন ভোটার রয়েছেন।
তানজীম আহমেদ/এনএ