গাইবান্ধায় ১১০ পিস ইয়াবা ও ওয়ান শুটার গানসহ মো. সাজ্জাদ হোসেন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সোমবার রাতে শহরের সবুজপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩ গাইবান্ধা। গ্রেফতারকৃত সাজ্জাদ একই এলাকার আলতাফ হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতার সাজ্জাদ হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৮নং ওয়ার্ডের সবুজপাড়ায় অভিযান চালিয়ে সাজ্জাদকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং এক রাউন্ড তাজাগুলি উদ্ধার করে।

এ ব্যাপারে আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাইবান্ধা সদর থানায় র‍্যাব বাদী হয়ে একটি মাদক মামলা ও অস্ত্র মামলা দায়ের করে। পাশাপাশি আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপন আকন্দ/আরআই