কুড়িগ্রামে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে স্থানীয়দের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) বিকেলে সদরের পাঁচগাছী ছড়ায় এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ খেলায় অংশগ্রহণ করে ওই ইউনিয়নের ‘সাত ভাই এন্টারপ্রাইজ’ ও ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’। সাত ভাই এন্টারপ্রাইজকে পরাজিত করে ভাই ভাই এন্টারপ্রাইজ বিজয়ী হয়।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান আতা ও লতিফুর রহমান ভজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিজয়ী ভাই ভাই এন্টারপ্রাইজকে একটি মোটরসাইকেল ও পরাজিত সাত ভাই এন্টারপ্রাইজকে একটি বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়।
সপ্তাহব্যাপী এ খেলায় অংশগ্রহণকারী নৌকাগুলো হলো কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের সাত ভাই এন্টারপ্রাইজ ও ভাই ভাই এন্টারপ্রাইজ, ফুলবাড়ি উপজেলার বাংলাবাজার এন্টারপ্রাইজ, দশ বন্ধু, মামা ভাগ্নে, হলোখানা ইউনিয়নের দশের দোয়া ও একতা তরীসহ আরও অনেক নৌকা। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি মোটরসাইকেল ও দ্বিতীয় পুরস্কার একটি বাইসাইকেল।
বিজ্ঞাপন
এ সময় আতাউর রহমান আতা বলেন, গ্রামবাংলার অতীত ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরের মতো এবারও স্থানীয় লোকজন নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। এ খেলাটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সার্বিক সহযোগিতা করেছি এবং সুষ্ঠুভাবে নৌকাবাইচ শেষ করতে পেরেছি।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করার জন্য দূরদূরান্ত থেকে হাজারো নারী-পুরুষ ও শিশু কিশোরসহ সর্বস্তরের লোকজন ভিড় করেছেন সদরের পাঁচগাছী ছড়ায়। এই নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলার ছোট-বড় মিলে ১২টি নৌকা অংশগ্রহণ করে।
মো. জুয়েল রানা/এনএ