দীর্ঘ প্রায় ৮ বছর পর বরিশাল জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় ‌বিএন‌পির সহ দফতর সম্পাদক ম. মু‌নির হো‌সেন স্বাক্ষ‌রিত প্রেস বিজ্ঞ‌প্তি‌র মাধ্যমে বিষয়‌টি জানানো হয়।

নবগঠিত তিনটি আহবায়ক কমিটির মধ্যে ব‌রিশাল মহানগর বিএন‌পি‌র আহ্বায়ক করা হ‌য়ে‌ছে ম‌নিরুজ্জামান ফারুখ‌কে এবং সদস্য স‌চিব মীর জা‌হিদুল ক‌বির জা‌হিদ‌কে। দ‌ক্ষিণ জেলা বিএন‌পির আহ্বায়ক করা হয়েছে ম‌জিবুল হক নান্টু ও সদস্য স‌চিব আকতার হো‌সেন মেবুলকে। উত্তর জেলা বিএন‌পির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ ও মিজানুর রহমান মুকুলকে সদস্য স‌চিব ক‌রে ক‌মি‌টির অনুমোদন দেয় কেন্দ্র।

এর আগে ২০১৩ সালের ৫ অক্টোবর দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারকে সভাপতি এবং অ্যাডভোকেট কামরুল আহসান শাহীনকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছিল ১৭১ সদস্যের বরিশাল মহানগর কমিটি। তবে ২০১৪ সালে মারা যান সাধারণ সম্পাদক কামরুল আহসান শাহীন। তার মৃত্যুতে পদটি শূন্য হলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন ১নং যুগ্ম সম্পাদক জিয়াউদ্দীন সিকদার জিয়া। সেই কমিটির ৮ বছর পরে নতুন নেতৃত্ব এল মহানর বিএনপিতে।

এদিকে ২০১৩ সালের নভেম্বরে বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়েদুল হক চানকে এবং অ্যাডভোকেট আবুল কালাম শাহীনকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। ওদিকে মেজবাহ উদ্দিন ফরহাদকে সভাপতি এবং আকন কুদ্দুসুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২০১৪ সালে গঠন করা হয়েছিল বরিশাল জেলা (উত্তর) কমিটি। মেয়াদোত্তীর্ণ এসব কমিটিতে চলছিল বরিশাল বিএনপি। 

সৈয়দ মেহেদী হাসান/আরআই