জয়পুরহাটে পানিতে ডুবে আব্দুল্লাহ হোসেন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে জেলা শহরের আরামনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু আব্দুল্লাহ ওই এলাকার ফরিদ হোসেনের ছেলে।

জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আলমগীর জাহান ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যার দিকে দেড় বছরের শিশু আব্দুল্লাহর মা বাড়িতে মুরগির মাংস কাটছিলেন। এ সময় আব্দুল্লাহ পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। 

এ সময় পুকুরের পানিতে ভাসতে দেখে আব্দুল্লাহকে উদ্ধার করে হাসপাতাল নেওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চম্পক কুমার/আরআই