এম এ নাসিম ও আসাদুজ্জামান রাসেল

খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মহানগর স্বেচ্ছাসেবক লীগে এম এ নাসিম সভাপতি ও আসাদুজ্জামান রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে জেলা স্বেচ্ছাসেবক লীগে শেখ মো. আবু হানিফ সভাপতি ও আজিজুর রহমান রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৬ নভেম্বর) বিকেলে খুলনার হাদিস পার্কে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করা হয়।

এর আগে দুপুর ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সম্মানিত অতিথি ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী, আমিরুল ইসলাম মিলন, গ্লোরিয়া ঝর্না সরকার, আওয়ামী লীগ নেতা এম ডি এ বাবুল রানা, অ্যাডভোকেট সুজিত অধিকারী প্রমুখ।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক খায়রুল হাসান জুয়েল ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম। সভাপতিত্ব করেন সম্মেলন সমন্বয় কমিটির আহ্বায়ক মীর বরকত আলী।

মোহাম্মদ মিলন/আরএআর