পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউপি নির্বাচনকে সামনে রেখে নৌকা ও মোটরসাইকেল প্রতীকের কর্মী-সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। রোববার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের খাসেরহাটবাজার এলাকায় ঘটনাটি ঘটে।

আহতরা হলেন নৌকা প্রতীকের সমর্থক কিশোর মৃধা (৩৫), নুরুজ্জামান মোল্লা (৩০), আমিনুল (২৫), জাহিদ (২৫), শুভ (২৮), সাহাবুদ্দীন (২৬), রুহুল (২৮)। আহতদের মধ্যে ২ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতক্ষদর্শী সহিদ জানান, সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর নৌকার পক্ষে স্থানীয় বাজারে গণসংযোগ করার সময় প্রতিপক্ষ মোটরসাইকেল প্রার্থী কাদের খানের লোকজন অতর্কিত হামলা চালান। হামলায় নৌকার প্রার্থী মাছুম মৃধার বড় ভাইসহ ৭ জন আহত হন।

গুরুতর আহতদের মধ্যে দুজনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএসআর