সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল

নাটোরে মাসব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। রোববার (৭ নভেম্বর) দুপুরে নাটোর বিসিক প্রাঙ্গণে এক মাসব্যাপী বিসিক উদ্যােক্তা মেলার উদ্বোধন করা হয়।

বিসিক (ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন) উদ্যোক্তা মেলার অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক দিলিপ কুমার দাস, নাটোর বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি প্রদীপ কুমার আগরওয়ালা, বড় হরিশপুর ইউপি চেয়ারম্যান ওসমান আলী ভূঁইয়া, জেলা যুবলীগের সভাপতি বাসিরুল রহমান খান চৌধুরী এহিয়া প্রমুখ। 

মাসব্যাপী এই উদ্যোক্তা মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা ৩৬টি স্টল স্থান পেয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে বলে জানা গেছে।

তাপস কুমার/এমএসআর