ছবিটি পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের ফেসবুক থেকে নেওয়া

নওগাঁয় মুখ দিয়ে রঙতুলিতে বিস্ময়কর ছবি আঁকা প্রতিবন্ধী চিত্রকর এমদাদুল মল্লিক ইব্রাহিমের সঙ্গে দেখা করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। সোমবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ শহরের ডিগ্রির মোড়ে পুলিশ শপিংমল ও বিপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে উদ্বোধন করতে এসে তিনি ইব্রাহিমের সঙ্গে দেখা করেন। 

জেলা পুলিশ ও ইব্রাহিমের পরিবার সূত্রে জানা যায়, মান্দা উপজেলার পরাণপুর ইউনিয়নের চককেশব (বালুবাজার) গ্রামের মৃত নজর মল্লিকের ছেলে এমদাদুল মল্লিক ইব্রাহিম। বিধবা মা সুফিয়া বেগম, বড় ভাই শহিদুল মল্লিক ও ভাবি সুলতানা মল্লিককে নিয়ে তার সংসার। অভাব অনটনের মধ্য দিয়ে এইচএসসি পর্যন্ত পড়ালেখা করতে পেরেছেন ইব্রাহিম। এরপর পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে চাকরি জীবন শুরু করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০০৫ সালের ১৫ ডিসেম্বর এক দুর্ঘটনায় দুই হাত হারান। দুর্ঘটনার পর দেশের বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা নিয়েছেন দীর্ঘ আট বছর। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে পড়েন। 

ইব্রাহিমের আঁকা ছবি

এরপর তিনি শখের বশে মুখে তুলে নেন রঙতুলি। সেখান থেকেই শুরু হয় ছবি আঁকার কাজ। ইব্রাহিমের মুখ দিয়ে রঙতুলিতে আঁকা ছবি জনপ্রিয় হয়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রশাসনের নজরে আসলে প্রতিবন্ধী ভাতাসহ তাকে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারা। মুখ দিয়ে রঙতুলিতে আঁকা ছবি বিক্রি করে সামান্য কিছু টাকা দিয়ে সংসার চালানো শুরু করেন ইব্রাহিম। 

এরই মধ্যে দেশে করোনা মহামারিতে সারাদেশের অর্থনীতি যখন স্থবির হয়ে পড়ে তখন ইব্রাহিম অসহায় হয়ে পড়েন। সেই মুহূর্তে বিভিন্ন গণমাধ্যমে ইব্রাহিমের অসহায়ত্বের বিষয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি আইজিপি বেনজীর আহমেদের নজরে আসে। তাৎক্ষণিক নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়ার মাধ্যমে এই প্রতিবন্ধী চিত্রকরকে দুধ খাওয়ার জন্য একটি গাভী ও বাছুর উপহার দেন আইজিপি। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে তাকে নিয়মিত ভাতা প্রদান করা হয়। 

এদিকে সোমবার নওগাঁয় পুলিশ শপিংমল ও বিপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে উদ্বোধনী অনুষ্ঠানে এসে আইজিপিকে সামনে থেকে দেখতে পেরে এবং তার সঙ্গে কথা বলতে পেরে উচ্ছ্বসিত এ চিত্রকর।

এমদাদুল মল্লিক ইব্রাহিম ঢাকা পোস্টকে বলেন, জেলা পুলিশের থেকে আমাকে এখন পর্যন্ত অনেক ধরনের সুবিধা প্রদান করা হয়েছে। আমার বাড়িতে যাওয়ার রাস্তা ছিল না। পুলিশের পক্ষ থেকে ইট বিছিয়ে রাস্তা করে দিয়েছে। আমাকে নিয়মিত ভাতা দিয়ে যাচ্ছে। আইজিপি স্যার আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বলেই আজ নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারছি। এই সমাজের সকল ভালো কাজের চিত্র আমি আমার মুখ দিয়ে রঙতুলিতে আঁকতে চাই।

নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া আক্তার ঢাকা পোস্টকে বলেন, আইজিপি স্যারের নির্দেশনায় প্রতিবন্ধী চিত্রকর ইব্রাহিমকে নিয়মিত ১০ হাজার টাকা ভাতা প্রদান করা হয়। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে তার বাড়িতে একটি ছবি প্রদর্শনী কেন্দ্র করে দেওয়া হয়েছে। আইজিপি স্যার আজকে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। উদ্বোধন শেষে ইব্রাহিমের মুখে রঙতুলিতে আঁকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইজিপি স্যারের ছবি ইব্রাহিমের কাছ থেকে নায্য মূল্যে কিনে জেলা পুলিশের পক্ষ থেকে আইজিপি স্যারকে উপহার দেওয়া হয়।

দেলোয়ার হোসেন/আরএআর