পটুয়াখালীর কলাপাড়ায় এক কিশোরকে (১৩) চুরির মিথ্যা অপবাদে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কিশোরের বাবা সোমবার (০৯ অক্টোবর) কলাপাড়া থানায় একটি অভিযোগ করলে পুলিশ একজনকে গ্রেফতার করে। 

কিশোরের স্বজনরা জানান, তার মা একজন মানসিক ভারসাম্যহীন এবং বাবাও অসুস্থ। নীলগঞ্জ ইউপির এলেমপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে নিজের স্বজনরা চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাকে নির্যাতন করেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কাজী সাঈদ/এসপি