নরসিংদীর রায়পুরায় র‍্যাবের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে উপজেলার মির্জারচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় ১২ জনকে আটকের পাশাপাশি গুলি, নগদ টাকা ও  অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

বিকেলে র‍্যাব-১১ এর নরসিংদী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১১ এর নারায়ণগঞ্জের অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।  

আটকরা হলেন- মির্জারচর এলাকার আব্দুস সাত্তার ওরফে স্বাধীন (৫৪), কালন (৩০), নাজির হোসেন (৩৫), বিল্লাহ হোসেন (৩৫), জুয়েল (২৫), আবুল হোসেন (৫৬) আনিস মিয়া (২৬), খোকন মিয়া (৩২), মিজানুর রহমান (৪৫), আইয়ুব আলী (৪৪), নাসির (৩০)  ও লিটন (২০) ।

র‍্যাব জানায়, সকালে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা প্রতিরোধে নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর, আলোকবালী ও নিলক্ষা ইউনিয়নে অভিযান চালায় র‍্যাব। অভিযানের  খবর পেয়ে নিলক্ষা এবং আলোকবালীর সন্ত্রাসীরা আত্মগোপন করে। অন্যদিকে মির্জারচর এলাকায় অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‍্যাবও পাল্টা গুলি করে তাদের প্রতিহত করে। গোলাগুলির একপর্যায়ে ১২ জনকে আটক করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ৮৮০ টাকা, মোবাইল ফোন, শর্টগান, গুলি, বেশ কয়েকটি রামদা ও লোহার তৈরি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ এর নারায়ণগঞ্জের অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন,  এখানে স্বাধীন বাহিনী নামে একটি দল ডাকাতি, চাঁদাবাজি, হত্যাসহ ব্যাপক সহিংসতা করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। পরে আমরা অভিযান চালিয়ে তাদের আটক করি। তাদের বিরুদ্ধে রায়পুরা থানাসহ অন্যান্য থানায় হত্যাচেষ্টা, খুনসহ বিভিন্ন মামলা রয়েছে। আজকের ঘটনায়ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

রাকিবুল ইসলাম/আরএআর