এই ছেলে আমার পায়ের নিচে বসেছিল, এখন রাজাকার বলে
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও এমপি একরামুল করিম চৌধুরী
নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ফেসবুক লাইভে এসে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলে মন্তব্য করায় নোয়াখালীর রাজনীতিতে ঝড় ওঠে। প্রতিবাদে সোচ্চার হন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এরই ধারাবাহিকতায় আগামী ৩১ জানুয়ারি কোম্পানীগঞ্জে আবারও হরতাল ডেকেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। নোয়াখালীর রাজনীতির বর্তমান প্রেক্ষাপট নিয়ে মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বিজ্ঞাপন
মেয়র আবদুল কাদের মির্জা বলেন, নোয়াখালীর অপরাজনীতি বন্ধ করতে যা করা লাগবে আমি তাই করতে প্রস্তুত। আজ একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে হাজার হাজার জনতা অবস্থান নিত। কিন্তু সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রশাসন দিয়ে এটি বন্ধ করেছেন তিনি।
কাদের মির্জা বলেন, এ ধরনের লোকজন জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা নষ্ট করছেন। শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব একমাত্র শেখ হাসিনাকেই নিতে হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিএনপি নেত্রী আজকে আপস করে বাসায় বসে আছেন। তার দুর্নীতিবাজ ছেলে দেশের বাইরে পালিয়ে আছেন। এদের দিয়ে দেশের গণতন্ত্র রক্ষা হবে না। প্রয়োজন শেখ হাসিনার মতো রাষ্ট্র নায়কের।
এমপি একরামুল করিম চৌধুরীকে উদ্দেশ করে মেয়র কাদের মির্জা বলেন, এই ছেলে আমার পায়ের নিচে বসেছিল। পায়ের নিচে বসে ১৯৯৬ সালে জানতে চেয়েছিল ওবায়দুল কাদের সাহেবের নির্বাচনের অবস্থান কী? এখন এমপি হয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলে। আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে। দোয়া করি আরও বড় হোক। এতে আমার কোনো আপত্তি নেই। তবে তার অপরাজনীতি বরদাশত করব না।
কাদের মির্জা বলেন, একরামুল করিম চৌধুরীর পিস্তলের গুলিতে ২৪ জন মায়ের বুক খালি হয়েছে। গতকালও এক যুবলীগ কর্মীকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়েছে।
তিনি বলেন, আমার রাজনীতি এমপি কিংবা জাতীয় নেতা হওয়ার জন্য নয়, গণমানুষের জন্য রাজনীতি করি। এমপি কিংবা জাতীয় নেতা হওয়ার কোনো স্বপ্ন নেই আমার। আমার রাজনীতি এখানেই শেষ। এরপর অন্যরা এসে আমার স্থান পূরণ করবে।
নোয়াখালীর নেতাকর্মীরা আপনার সঙ্গে আছেন কিনা জানতে চাইলে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আমার সঙ্গে কে আছে, কে নেই তা আমি জানি না। আমি সাহস করে সত্য বলছি এবং বলেই যাব। অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করব। কেউ সঙ্গে না থাকলে আমি একাই প্রতিবাদ করে যাব।
আমরা কেউ কেউ ক্ষমতা পেলে মনে করি, এটা খরিদ করা সম্পত্তি। যা ইচ্ছা তাই করি। এ চর্চা থেকে আওয়ামী লীগকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগের পূর্ণতা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আবদুল কাদের মির্জা, মেয়র, বসুরহাট পৌরসভা
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের কোথাও ভোট জালিয়াতি বা অনিয়ম হলে আমি প্রতিবাদ করব। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এটা কেবল জননেত্রী শেখ হাসিনার পক্ষে সম্ভব।
সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বসুরহাট বাজারের রূপালী চত্বরে উপজেলা আওয়ামী লীগের ডাকা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হরতাল কর্মসূচির ঘোষণা দেন মেয়র আবদুল কাদের মির্জা।
আগামী রোববার (৩১ জানুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল চলবে। হরতাল চলাকালে কোম্পানীগঞ্জ উপজেলায় বন্ধ থাকবে ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে এ হরতাল পালন করবে।
গত শুক্রবার (২২ জানুয়ারি) নেতাকর্মীদের নিয়ে অবস্থান ধর্মঘটে বসেন তিনি। ২১ জানুয়ারি নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী লাইভে এসে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলে মন্তব্য করেন। আগামী কয়েক দিনের মধ্যে এসব নিয়ে কথা বলা শুরু করবেন বলেও হুমকি দেন তিনি। একরামুল করিম চৌধুরীর এ বক্তব্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। এর প্রতিবাদে রাস্তায় নামেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
এসপি/এএম