দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ

আসন্ন পাবনা পৌরসভা নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মক্তবমোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে পৌরসভা নির্বাচনে ১১ নং ওয়ার্ডে উটপাখি প্রতীকের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর ফরিদুল ইসলাম ডালুর পক্ষে মিছিল বের করেন তার কয়েকশ সমর্থক। এ সময় একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী পাঞ্জাবি প্রতীকের প্রার্থী সানাউল হক সানুর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কয়েকজন নারীকে আহত করেন।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মিছিল বের করেন ডালুর সমর্থকরা।

পরে পুলিশি পাহারায় কাউন্সিলর প্রার্থী ডালুর সমর্থকরা মিছিল নিয়ে মক্তবমোড় এলাকায় এলে, সানুর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, খবর পেয়েছি। এখনও লিখিত অভিযোগ দেয়নি কেউ। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাকিব হাসনাত/এমএসআর