বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় বিকাশ হালদার (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (০৯ নভেম্বর) রাতে খুলনা-বাগেরহাট মহাসড়কের কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিকাশ হালদার বাগেরহাট সদরের রাখালগাছির কারাখালী এলাকার মনোরঞ্জন হালদারের ছেলে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বলেন, দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। হাসপাতাল থেকে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

তানজীম আহমেদ/এসপি