লক্ষ্মীপুরের রামগঞ্জে তৃতীয় ধাপের  ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বহিরাগতদের নিয়ে এলাকায় শক্তির মহড়া দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তারা অন্য প্রার্থী ও তাদের অনুসারীদের হুমকি দিয়ে এক ভোট পেলেও ইউপি চেয়ারম্যান হবেন বলে প্রচার করছেন। এ অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে চার ইউনিয়নের চার চেয়ারম্যান প্রার্থী একসঙ্গে সংবাদ সম্মেলন করেছেন। 

বুধবার (১০ নভেম্বর) দুপুরে  শহরের একটি রেস্তোরাঁয় নিজেদের স্বতন্ত্র দাবি করে চার প্রার্থী এ সংবাদ সম্মেলন করেন। এর আগে তারা লিখিতভাবে অভিযোগগুলো নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদেরকেও জানিয়েছেন। 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলার ভাদুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইছাপুরের প্রার্থী আমির হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লামচরের প্রার্থী ফয়েজ উল্যা জিসান, ভোলাকোট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি প্রার্থী জাহেদুল ইসলাম জুয়েল।

তাদের অভিযোগ, দলীয় প্রার্থী নির্ণয়ে স্থানীয় আওয়ামী লীগ মনোনয়ন বাণিজ্য করেছেন। মনোনীত প্রার্থীরা আওয়ামী লীগের রাজনীতিতে নিষ্ক্রিয় ও জনবিচ্ছিন্ন। এজন্য জনগণের দাবির মুখে তারা প্রার্থী হয়েছেন। বর্তমানে বহিরাগতরা নির্বাচনী এলাকায় গিয়ে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে ভোটারদের  হুমকি দিয়ে মোটরসাইকেল মহড়ার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছে। তারা শক্তির মহড়া দিয়ে এক ভোট পেলেও চেয়ারম্যান হবেন বলে প্রচার করছেন। এ অবস্থায় নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রশাসনসহ সংশ্লিষ্টদের কাছে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান এই চার প্রার্থী। 

প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর রামগঞ্জের ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

হাসান মাহমুদ শাকিল/আরএআর