কক্সবাজারে সৈকতে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ বালুর ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী কক্সবাজারে নির্মাণ করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ববৃহৎ বালুর ভাস্কর্য। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসন এ ভাস্কর্য নির্মাণ করছে। 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘ব্র্যান্ডিং কক্সবাজার’ নামে একটি সংগঠনের সার্বিক সহযোগিতায় ভাস্কর কামরুল হাসান শিপনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ১০ জন সাবেক শিক্ষার্থী এ ভাস্কর্য নির্মাণ করছেন। ‘সময়ের চেয়ে বিশাল তুমি’ প্রতিপাদ্য নিয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এ বালুর ভাস্কর্য উদ্বোধনের কথা রয়েছে। এ ভাস্কর্য স্থায়ী হবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

নির্মাতারা বলছেন, প্রায় ছয় ফুট উচ্চতা ও ১৪ ফুট প্রস্থের ভাস্কর্যটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় বালুর ভাস্কর্য। 

ভাস্কর কামরুল হাসান শিপন বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী কক্সবাজার।  বৃহত্তর জায়গায় সেরা মানুষটিকে সারা পৃথিবীর মানুষকে দেখানোর উদ্দেশ্যেই ‌আমাদের বালুর ভাস্কর্য নির্মাণ। এটি নির্মাণ করতে পেরে আমরা গর্ববোধ করছি।

আরেক ভাস্কর তামান্না বলেন, এ যাবৎকালে বাংলাদেশে যত বালুর ভাস্কর্য নির্মাণ হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে বড়। উগ্রবাদীরা যেভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করছে তার প্রতিবাদেই আমাদের এই প্রয়াস। বিজয় দিবসে এমন ভাস্কর্য নির্মাণ কাজে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

ব্র্যান্ডিং কক্সবাজারের সমন্বয়ক ইশতিয়াক আহমেদ জয় বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে জাতির জনকের একটি ভাস্কর্য নির্মাণের স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। 

বঙ্গবন্ধুর চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য নির্মাণ করার কথা জানিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, জাতির পিতার ভাস্কর্য অবমাননার প্রতিবাদ হিসেবে এই বালুর ভাস্কর্য নির্মাণ। এটি সবচেয়ে বড় প্রতিবাদ। বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য আছে এবং থাকবে।

আরএআর