রাইসার বস্তাব‌ন্দী মরদেহ

টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের ৫ ঘণ্টা পর রাইসা (২) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ ডি‌সেম্বর) রাত ১১টার দিকে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া কেরানিপাড়া গ্রামের একটি রান্না ঘর থে‌কে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাইসা হ‌তেয়া কেরা‌নিপাড়া গ্রা‌মের প্রবাসী রাজু খানের মেয়ে।

হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে প্রবাসী রাজু খানের পরিবারের সঙ্গে প্রতিবেশীর বিরোধ চলছিল। সোমবার বিকেল ৫টার পর থেকে শিশু রাইসাকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। পরে অনেক খোঁজাখুঁজির পর এক প্রতিবেশীর বা‌ড়ির রান্নাঘরের মাচার ওপর বস্তাবন্দি
 মরদেহ পাওয়া যায়। পু‌লি‌শকে খবর দেয়ার পর তারা এ‌সে মর‌দেহ উদ্ধার ক‌রে। এ ঘটনায় রা‌তেই পু‌লি‌শের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূঞা মঙ্গলবার সকা‌লে জানান, বস্তাবন্দি অবস্থায় শিশু‌টির মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ময়নাতদ‌ন্তের জন‌্য মর‌দেহ টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তদন্ত শেষে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

এসপি