নাটোরের সিংড়ার ডাহিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক নাইম হোসেন ও গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রসংসদের সহ-ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলামকে কুপিয়ে জখম করার অভিযোগে ২ ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার(১০ নভেম্বর) রাতে সিংড়া পৌর ছাত্রলীগের সভাপতি বনি ইসরাইল বাপ্পি ও সাধারণ সম্পাদক জুনাইদ হাসান জয়ের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃত নেতারা হলেন, সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন ও সিংড়া পৌর ছাত্রলীগের স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান রাফসান।

প্রেসবিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাদের দুইজনকে বহিষ্কার করা হয়েছে এবং স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়েছে। সিংড়া পৌর ছাত্রলীগের সভাপতি বনি ইসরাইল বাপ্পি বলেন, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাদেরকে অব্যাহিত দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পূর্ববিরোধের জেরে গত বুধবার দুপুরে পৌর ছাত্রলীগের স্কুলবিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাফসানের নেতৃত্বে ৭ থেকে আটজন ধারালো অস্ত্র নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। কলেজ ক্যাম্পাসের গেটে সামনে ছাত্রলীগ নেতা নাইম হোসেন ও শফিকুল ইসলামের ওপর হামলা চালায়।

এ সময় ছাত্রলীগ নেতা নাইম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম এবং আরেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলামকে পিটিয়ে আহত করে। পরে নাইম হোসেনকে নাটোর সদর হাসপাতাল ও শফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তাপস কুমার/এমএসআর