ময়মন‌মিং‌হে মে‌ডি‌কেল কলেজ হাসপাতালে সম্প্রতি গোলাপী বেগমের (৫০) টিউমার অপারেশন ক‌রানো হয়েছে। স্ত্রী গোলাপীর ইচ্ছায় বা‌ড়ির ঠেলাগা‌ড়ি‌তে দেড় কি‌লো‌মিটারপথ পেরিয়ে ভোটকে‌ন্দ্রে নি‌য়ে এ‌সে‌ছেন স্বামী ইউনুছ আলী। বৃহস্প‌তিবার (১১ ন‌ভেম্বর) সকালে জেলার সখীপুর উপ‌জেলার বহু‌রিয়া ইউ‌নিয়‌নের কাল‌মেঘা ই‌লিমজান উচ্চ বিদ্যালয়কে‌ন্দ্রে এমন দৃশ্য দেখা গে‌ছে।

অসুস্থ স্ত্রী গোলাপী‌কে ঠেলাগা‌ড়ি‌তে ক‌রে কে‌ন্দ্রে নি‌য়ে আসার পর ভোট প্রদা‌নে সহ‌যোগিতা করে‌ছেন তার পুত্রবধূ ও শাশুড়ি। এরআ‌গে ইউনুছ তার স্ত্রীকে নি‌য়ে গ্রা‌মের বা‌ড়ি উপ‌জেলার বহু‌রিয়া ইউ‌নিয়‌নের সুন্দলা এলাকা থে‌কে কাল‌মেঘা ই‌লিমজান উচ্চ বিদ্যালয়কে‌ন্দ্রে নি‌য়ে আ‌সেন ঠেলাগা‌ড়ি দি‌য়ে। 

এ‌দি‌কে ওই কে‌ন্দ্রে পুরুষ বু‌থে তেমন ভোটার লক্ষ করা যায়‌নি। অসুস্থ গোলাপী বেগম ব‌লেন, ‘ভোট দি‌তে পে‌রে‌ছি এটাই খুব আনন্দ। এখন ম‌নে হ‌চ্ছে আমার কোনো অসুখ নেই। স্বামী ঠেলাগা‌ড়ি ঠে‌লে দেড় কি‌লো‌মিটারপথ পা‌ড়ি দি‌য়ে ভোটকে‌ন্দ্রে নি‌য়ে এ‌নে‌ছে।’

ইউনুছ আলী ব‌লেন, সম্প্রতি ময়মন‌সিং‌হে দেড় কে‌জি ওজ‌নের টিউমার অপা‌রেশন হ‌য়ে‌ছে স্ত্রীর। স্ত্রী ব‌লে‌ছিল, ‘বেঁচে থাক‌লে তি‌নি নির্বাচ‌নে ভোট দেবে।’ গতকাল তা‌কে হাসপাতাল থে‌কে বা‌ড়িতে নি‌য়ে এ‌সে‌ছি। তার ইচ্ছা অনুযায়ী আজ‌কে ঠেলাগা‌ড়িযো‌গে ভোট কে‌ন্দ্রে নিয়ে এসে‌ছি।

অভিজিৎ ঘোষ/এমএসআর