খাগড়াছড়ির মাটিরাঙ্গা তবলছড়ি ইউপির ১ নম্বর ওয়ার্ডে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম ভুঁইয়ার এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোটগ্রহণের কেন্দ্রে এমন ঘটনা ঘটে। এ সময় আবুল কাশেম ভুঁইয়া নির্বাচন সংশ্লিষ্টদের কাছে এমন অভিযোগ করেন।

স্বতন্ত্র প্রার্থী অভিযোগে বলেন, কেন্দ্রে প্রকাশ্য ব্যালটে সিল মারা হচ্ছে। আমার এজেন্ট বাধা দিলে তারা মারধর শুরু করেন। এতে কেন্দ্রে বড় ধরনের সংঘাত হওয়ার শঙ্কা রয়েছে। যদি প্রশাসন এই বিষয়টি মাথায় রেখে সুষ্ঠু নির্বাচন না করে তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হোক।

এদিকে কেন্দ্রের চারপাশে প্রার্থীদের অবৈধ ক্যাম্প করার কারণে দুই প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট বাসুদেব কুমার মালো।

তিনি বলেন, নির্বাচন বিধিলঙ্ঘন করায় ২০১৩ সালেন আইন অনুযায়ী ২ প্রার্থীকে জরিমানা করা হয়েছে। কোনো প্রকার অসৎ কার্যক্রম করা যাবে না। কেউ যদি কোনো অন্যায় করে তাকে আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা দেওয়া হবে।

জাফর সবুজ/এমএসআর