ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ফিঙ্গার ম্যাচিং না হওয়ায় কেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন ভোটাররা। ফিঙ্গার ম্যাচ না হয় ভোটারদের দুপুরের পর আবার আসতে বলেছেন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের একটি ভোটকেন্দ্রে এমন ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে গোমস্তাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোমস্তাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ইভিএমে সমস্যা দেখা যায়।

ভোটকেন্দ্রের বাইরে কয়েকজন ভোটারকে হতাশ হয়ে ঘুরে যেতে দেখা গেছে। যাদের বেশিরভাগেরই বয়স পঞ্চাশোর্ধ। জানা যায়, পরে একটি কক্ষের মেশিন পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করা মেশিনটি কেন্দ্রের মহিলা কক্ষে ছিল বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার। 

গোমস্তাপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মীর বশির উদ্দিনের ছেলে মীর রানু মন্ডল ঢাকা পোস্টকে বলেন, আমার চোখের সামনে ৪-৫ জন ব্যক্তিকে ফেরত পাঠানো হয়েছে।

ভোটকেন্দ্রের কর্মকর্তারা বলেছেন, ফিঙ্গার ম্যাচিং না হওয়ার কারণে পরে আসবেন। বিকেল ৩টার পরে ভোটকেন্দ্রে ভোট দিতে আসবেন। কারো ভোট বাদ হবে না, সকলেই ভোট দিতে পারবেন, ভোটারদের এমন নিশ্চয়তা প্রদান করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। 

ভোট দিতে এসে ফিরে যাওয়া এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনবার আমার সব আঙ্গুলের ছাপ দিয়েও ফিঙ্গার ম্যাচ হয়নি। তাই আমাকে পাঠিয়ে দেওয়া হয় এবং বিকেল ৩টার পর আসতে বলেন। এর আগে সাবান দিয়ে হাত ধুয়েও ফিঙ্গার ম্যাচ হয়নি।

এই কেন্দ্রে পুরুষদের দুই নম্বর কক্ষের এক নির্বাচনী এজেন্ট রয়েল শেখ জানান, এই কক্ষে সকাল ৮টা থেকে থেকে শুরু হয়ে ১০টা পর্যন্ত ৪০টি ভোট পড়েছে। তারমধ্যে ৩ জন ব্যক্তির ফিঙ্গার ম্যাচ করেনি। ফিঙ্গার ম্যাচ না করাদের মধ্যে বেশিরভাগেরই বয়স পঞ্চাশের ওপরে।

ভোট কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার বলছেন, যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি হয়েছে। এমনকি এ ধরনের ঘটনা নিয়ে খুবই স্বাভাবিক। গোমস্তাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. বদিউজ্জামাল ঢাকা পোস্টকে জানান, মহিলা কক্ষের একটি মেশিনে যান্ত্রিক ক্রুটি হয়েছিল। পরে একটি মেশিনটি পাল্টানো হয়েছে। এমনকি এই কেন্দ্রে আরও দুটি মেশিন রিজার্ভ রয়েছে। 

তিনি আরও জানান, বয়স্ক ভোটারদের ক্ষেত্রে কারও কারও ফিঙ্গার নিচ্ছে না। ইভিএমে এ ধরনের ঘটনা ঘটতে পারে, প্রশিক্ষণেই বিষয়টি আমাদের জানানো হয়েছে। সাময়িক অসুবিধা হলেও সব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

দ্বিতীয় ধাপে দেশের ৮৩৫ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। অজ সকাল ৮টা থেকে গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। ৮ ইউনিয়নের মধ্যে শুধু গোমস্তাপুরে প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।

জাহাঙ্গীর আলম/এমএসআর