ঢাকার কেরানীগঞ্জে ভোটগ্রহণের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আট জন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের আট জনের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজ।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২৮ নভেম্বর ৩য় ধাপে ঢাকার কেরানীগঞ্জের ১১টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ১১ নভেম্বর ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১২ ন‌ভেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যান পদে ১১ ইউনিয়নে ৫৫ জন প্রার্থী মনোনয়ন নিলেও ৮টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বাদে সবাই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

নির্বাচনের আইন অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মনোনয়নপত্র প্রত্যাহার না করলে যদি একজন প্রার্থী থাকে তবে তাকে পরের দিন রিটার্নিং কর্মকর্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। যার কারণে ২৮ নভেম্বর নির্বাচনের আগেই আওয়ামী লীগের আট জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

যেসব ইউনিয়নে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন- শুভাঢ্যা ইউনিয়নে ইকবাল হোসেন, আগানগর ইউনিয়নে মো. জাহাঙ্গীর শাহ খুশি, জিনজিরা ইউনিয়নে সাকুর হোসেন, কালিন্দি ইউনিয়নে মো. ফজলুল হক, কোন্ডা ইউনিয়নে সাইদুর রহমান চৌধুরী, তেঘরিয়া ইউনিয়নে মো. লাট মিয়া, রোহিতপুর ইউনিয়নে আব্দুল আলী এবং কলাতিয়া ইউনিয়নে মো. তাহের আলী।

এছাড়া মেম্বার পদে ১১টি ইউনিয়নে ৫৮৯ জন মনোনয়ন পত্র দাখিল করেন, যাদের মধ্যে ছয় জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ৯৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ১৪ জন মেম্বার প্রার্থী ও সংরক্ষিত সাত জন নারী সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আগামী ২৮ নভেম্বর কেরানীগঞ্জের ১১টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডের মধ্যে ৯৪টি ওয়ার্ডে ৪৭৩ জন প্রার্থী মেম্বার পদে, ১৫ জন চেয়ারম্যান পদে ও সংরক্ষিত আসনে ১২৪ জনসহ মোট ৬১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর‌বেন।

আইএসএইচ