মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে টানা পঞ্চমবারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল হাই বেপারী। তিনি উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মৃত ফজল ব্যাপারীর ছেলে।

এর আগে ৪ বার প্রতিদ্বন্দ্বিতা করে ইউপি সদস্য হলেও এবার ইউপি সদস্য (মেম্বার) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।

গত ১১ নভেম্বর তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ১২  নভেম্বর তার হাতে বিজয়ীর সনদপত্র তুলে দেন নির্বাচন কর্মকর্তা। 

ওয়ার্ডটিতে আর কোনো প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. মোখলেসুর রহমান। এ নিয়ে একই ওয়ার্ড থেকে টানা ৫বার ইউপি সদস্য হলেন এই জনপ্রতিনিধি। 

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ওই ইউনিয়নে ভোট হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তার আগেই বিজয়ী ঘোষণা করা হয়েছে তাকে। এছাড়াও আব্দুল হাই বেপারী আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি।

আব্দুল হাই বেপারী ঢাকা পোস্টকে বলেন, ১৯৯৭ সাল থেকে একটানা চারবার প্রতিদ্বন্দ্বিতা করে মেম্বার হয়েছি। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। 

তিনি আরও বলেন, আমি সব সময় আমার নিজ এলাকায় অবস্থান করে সুখে-দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষ ন্যায়-অন্যায়ের জুলুমের সুষ্ঠু বিচার আর যেকোনো সমস্যায় তাদের মেম্বার-চেয়ারম্যানকে পাশে চায়। আমি মানুষের চাওয়াকে সব সময় গুরুত্ব দিয়ে থাকি। এলাকাবাসী তাই যোগ্য মনে করে বারবার আমাকে নির্বাচিত করেছে। গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তিন জন প্রার্থী ছিল। তাদের মোট ভোটের চেয়ে আমি বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম। 

তিনি আরও বলেন, এবার সব ভোটার আমাকে সমর্থন দিয়েছে। আমি একাই মনোনয়নপত্র দাখিল করেছি। আর কেউ ভোটে দাঁড়ায়নি। আল্লাহ যতদিন বাঁচায় যেন মানুষের সেবা করে যেতে পারি।  

ব.ম শামীম/এনএফ