মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাস পরিদর্শন করলেন রাষ্ট্রপতি
কিশোরগঞ্জ সফরের তৃতীয় দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইন হাওরে সেনানিবাসের নির্মাণকাজ পরিদর্শন করেছেন। রোববার (১৪ নভেম্বর) দুপুরে তিনি হাওরের বুকে নির্মাণাধীন নতুন এ সেনানিবাসের কাজ পরিদর্শন করেছেন। তিনি সেনানিবাসের নির্মাণকাজের অগ্রগতির খোঁজখবর নেন।
এ সময় তার সঙ্গে সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ এবং রাষ্ট্রপতির জ্যেষ্ঠ পুত্র স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সেনানিবাসের কাজ পরিদর্শনের পরে রাষ্ট্রপতি বাদ আসর তার বাবা হাজী মো. তায়েব উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন।
সন্ধ্যার পর মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে মিঠামইনের কামলপুরে নিজ বাড়িতে রাত যাপন করবেন রাষ্ট্রপতি।
বিজ্ঞাপন
আগামীকাল সোমবার (১৫ নভেম্বর) বেলা আড়াইটায় ইটনা যাবেন রাষ্ট্রপতি। সেখানে উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর ইটনা থেকে মিঠামইনে নিজ বাড়িতে ফিরে যাবেন।
আগামী ১৬ নভেম্বর বিকেল ৩টায় মিঠামইন থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জ সদরে পৌঁছাবেন। কিশোরগঞ্জ শহরের খড়মপট্টিতে নিজ বাসায় রাতযাপন শেষে পরদিন জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় করবেন। ১৮ নভেম্বর দুপুরে সফর সমাপ্তি করে ঢাকায় ফিরে যাবেন তিনি।
এসকে রাসেল/এনএ