বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, সীমান্ত হত্যা দুঃখজনক। সীমান্ত হত্যা বন্ধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীকে সজাগ থাকতে হবে। 

সোমবার (১৫ নভেম্বর) সকালে দিনাজপুরের রায় সাহেব বাড়িতে এক কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি বহুমুখী কমিউনিটি হলের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল ও মন্দিরের সভাপতি সমর কুমার দাসের সভাপতিত্বে এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

অনুষ্ঠান শেষে ভারতীয় হাইকমিশনার ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেন। পরে তিনি খানসামায় একটি ছাত্রবাসসহ সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত কমিউনিটি ডাইনিং হল ও প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন।

বিকেলে ভারতীয় হাইকমিশনারের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন ও রংপুরে সিংড়া হাউস পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে যোগদানের কথা রয়েছে।

আরএআর