পাবনার ভাঙ্গুড়ায় আইরুন নেছা (৬২) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করার অভিযোগে উঠেছে তার আপন মেয়েজামাই রবিউল ইসলাম রবির (৩৪) বিরুদ্ধে। এ ঘটনায় রেবেকা খাতুন নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটলেও দিবাগত রাত ৩টার দিকে মারা যান বৃদ্ধ। বুধবার (১৭ নভেম্বর) সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

দুপুরে নিহত বৃদ্ধার ছেলে আবু সামা বাদী হয়ে অভিযুক্ত ব্যক্তিদের নামে থানায় হত্যা মামলা করেছেন। তিনি উপজেলার খানমরিচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মৃত আইয়ুব আলীর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান।

মামলা সূত্র ও আবু সামা জানান, প্রায় চার বছরে আগে রবিউলের সঙ্গে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার বোন ও বোনজামাই তাদের বাড়িতেই থাকতেন। তাদের একটি মেয়ে আছে। আট মাস আগে রবিউল স্ত্রী-সন্তানকে রেখে একই উপজেলার পাইকপাড়ায় চলে যান। এরপর থেকে তিনি স্ত্রী-সন্তানের খোঁজখবর ও ভরণপোষণ দিতেন না।

মঙ্গলবার দুপুরে আইরুন নেছা উপজেলার চণ্ডীপুর বাজারে ১০ টাকা কেজি চাল সংগ্রহ করতে যান। সেখানে রবিউলের সঙ্গে তার দেখা হলে রবিউল তাকে কথা বলার জন্য তার বাড়িতে ডেকে নেন। সেখানে তার সঙ্গে আইরুন নেছার তর্ক হলে তিনি শাশুড়িকে মারধর শুরু করেন। এ সময় তার সঙ্গে যোগ দেন রবিউলের মা ও বোন রেবেকা খাতুন (৩৩)।

মারধরে বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে তাকে পাশের সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে নিতে বলেন। কিন্তু তারা দরিদ্র হওয়ায় বৃদ্ধাকে নিজ উপজেলা ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানেই রাত তিনটার দিকে বৃদ্ধা মারা যান।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি হত্যা মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা  মর্গে পাঠানো হয়েছে।

রাকিব হাসনাত/এনএ