রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ৫০০ গ্রাম এবং ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের দুটি বড় কাতল মাছ। মাছ দুটি ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি হয়।

বুধবার (১৭ নভেম্বর) সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে হজো চালাকের জালে মাছ দুটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে হজো চালাক মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটের সামনে নিয়ে আসলে স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ১৩০০ টাকা কেজি দরে ৪১ হাজার ৬০০ টাকায় কিনে নেন।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, সকালে ঘাটে আসতেই দেখি জেলে হজো চালাক তাজা দুটি কাতল মাছ নিয়ে আমার আড়তের সামনে দাঁড়িয়ে আছে। তার কাছ থেকে ৩২ কেজি ওজনের দুটি কাতল মাছ ৪১ হাজার ৬০০ টাকায় কিনি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি করি।

মীর সামসুজ্জামান/আরআই