আব্দুল লতিফ মিয়া

রাজবাড়ী সদর উপজেলায় বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মিয়া হত্যা মামলায় পাঁচ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৭ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজবাড়ী ১ নম্বর আমলি আদালতের বিচারক সুমন হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। 

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত আব্দুল লতিফ মিয়ার বাড়ি মহিষবাথান গ্রামের পুকুরচালা এলাকায়। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবাগত রাতে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।

এ ঘটনার একদিন পর নিহতের স্ত্রী শেফালী আক্তার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে শনিবার ( ১৩ নভেম্বর) দিবাগত রাতে মামলা করেন। পুলিশ রোববার (১৪ নভেম্বর) রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- বানিবহ গ্রামের মোর্শেদ ও সীমান্ত, ঘিমোড়া গ্রামের মনির মোল্লা, বার্থা গ্রামের ইসমাইল মুন্সী ও বৃচাত্রা গ্রামের জাকারিয়া। 

সোমবার (১৫ নভেম্বর) বিকেলে তাদের রাজবাড়ী ১ নম্বর আমলি আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। বুধবার রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

মীর সামসুজ্জামান/আরএআর