মুন্সিগঞ্জে ২ বালতি ককটেল উদ্ধার
মুন্সিগঞ্জ সদর উপজেলায় দুই বালতি ভর্তি ককটেল উদ্ধার করেছে মুন্সিগঞ্জ গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার মহেষপুর গ্রামের ছাদেক দেওয়ানের বাড়ির পেছনে রাস্তার ঝোপের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় দুই বালতি থেকে মোট ১৫টি ককটেল উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই সমস্ত ককটেল উদ্ধার করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এ ব্যাপারে মুন্সিগঞ্জ গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, পরিত্যক্ত অবস্থায় দুই বালতি থেকে মোট ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। ককটেলের উৎস সম্পর্ক খোঁজ নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে সামনের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকার চলমান দু-গ্রুপের দ্বন্দ্বের কারণে এ সমস্ত ককটেল মজুদ করা হয়েছিল।
ব.ম শামীম/আরআই
বিজ্ঞাপন