জীবন দিয়ে প্রেমিকের জন্য ভালোবাসার প্রমাণ দিলেন তরুণী
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজের জীবন দিয়ে প্রেমিকের জন্য ভালোবাসার প্রমাণ দিয়েছেন রুনা আক্তার (১৮) নামে এক তরুণী। প্রেমিকের আনা কেড়ির বড়ি (ইঁদুর মারার ওষুধ) খেয়ে গতকাল বুধবার (১৭ নভেম্বর) আত্মহত্যা করেন তিনি।
নিহত রুনা আখাউড়ার ধরখার ইউনিয়ন রানীখার গ্রামের আবু কাউসারের মেয়ে। তার প্রেমিক সৈয়দ মনির উদ্দিন একই এলাকার সৈয়দ রোকন উদ্দিনের ছেলে। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুনার সঙ্গে দীর্ঘদিন প্রেম করে তাকে বিয়ে করেছিলেন মনির। কয়েক মাস আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। সম্প্রতি আবারও তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল বুধবার সকালে রুনা প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তায় মনিরের সঙ্গে দেখা হয়। এ সময় দুজনের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে রুনা তার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য মনিরকে বিষ আনতে বলেন।
পরে মনির গিয়ে দোকান থেকে কেড়ির বড়ি এনে দেন রুনার হাতে। এরপর রুনা সেই বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান মনির। পরে রুনার স্বজনরা হাসপাতাল থেকে মনিরকে আটক করেন। বিকেলে রুনার শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রুনার মৃত্যুর ঘটনায় তার বাবা থানায় মামলা করেছেন। মনিরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আজিজুল সঞ্চয়/আরএআর